দলীয় শৃঙ্খলা বিরোধী কাজে জড়িত থাকায় হবিগঞ্জের চুনারুঘাট উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মানিক সরকারকে কারণ দর্শানোর নোটিশ দিয়েছে জেলা আওয়ামী লীগ। গত ৯ সেপ্টেম্বর হবিগঞ্জ জেলা আওয়ামী লীগের কার্যনির্বাহী কমিটির সিদ্ধান্ত মোতাবেক সোমবার হবিগঞ্জ জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এডভোকেট আলমগীর চৌধুরী স্বাক্ষরিত একপত্রে তাকে এ নোটিশ প্রদান করা হয়েছে।
নোটিশে চুনারুঘাট উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মানিক সরকারকে দলীয় শৃঙ্খলা বিরোধী কাজের সাথে জড়িত থাকার কারণে আগামী ২ সপ্তাহের মধ্যে জেলা আওয়ামী লীগ বরাবরে কারণ দর্শানোর জন্য বলা হয়েছে।
এ বিষয়ে হবিগঞ্জ জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এডভোকেট মোঃ আলমগীর চৌধুরী বলেন, বাংলাদেশ আওয়ামী লীগ একটি সুসংগঠিত ও সুশৃঙ্খল দল। এখানে দলীয় শৃঙ্খলা যারা ভঙ্গ করবে তাদের বিরুদ্ধে যথাযথ সাংগঠনিক ব্যবস্থা গ্রহণ করা হবে।
বিডি প্রতিদিন/এএ