নেত্রকোনায় কৃষিজমি সুরক্ষা গণমাধ্যম ফেলোশিপ বারসিক নিউজ অ্যাওয়ার্ড প্রদান অনুষ্ঠিত হয়েছে। শহরের অজহর রোডের উদীচী কার্যালয়ে সোমবার সকালে কৃষিজমির সংকট, সংকটের কারণ ও করণীয় শীর্ষক কৃষিজমি সুরক্ষায় নাগরিক মঞ্চ অনুষ্ঠানে এ অ্যাওয়ার্ড প্রদান করা হয়।
এতে কৃষি জমির সুরক্ষা নিয়ে প্রতিবেদন লেখায় পরিবেশ সুরক্ষাকর্মী সাংবাদিক আলপনা বেগমসহ তিনজনকে এ অ্যাওয়ার্ড প্রদান করা হয়। অ্যাওয়ার্ড তুলে দেন জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের (খামারবাড়ি) উপ-পরিচালক কৃষিবিদ মোহাম্মদ নুরুজ্জামান।
যুব ফোরামের আওলাদ হোসেন রনির সঞ্চালনায় কৃষি জমির সংকট ও সমাধানে করণীয় শীর্ষক প্রবন্ধ পাঠ করেন বারসিকের সমন্বয়কারী মো. অহিদুর রহমান এবং ৪৯টি সুপারিশ তুলে ধরেন প্রবন্ধ লেখক চন্দ্রনাথ কলেজের অধ্যক্ষ আনোয়ার হাসান।
এ বিষয়ের উপর নানা সুপারিশ ও কার্যকারিতা নিয়ে আলোচনা করেন রাজুর বাজার কলেজিয়েট স্কুলের অধ্যক্ষ গোলাম মোস্তফা, আবু আব্বাস ডিগ্রি কলেজের উদ্ভিদ বিজ্ঞানের অধ্যাপক নাজমুল কবীর সরকার, তেলিগাতী কলেজের পুরবী সন্মানিতসহ অ্যাওয়ার্ডপ্রাপ্তরা। এতে নদী-খাল, পাহাড়-বন, হাওর ও কৃষি ভূমি রক্ষা এবং কৃষকের উপর বেশি গুরুত্ব আরোপ করা হয়।
বিডি প্রতিদিন/এমআই