ফরিদপুরের চরভদ্রাসনে ক্ষুদ্র ও প্রান্তিক চাষিদের মধ্যে মাসকলাই বীজ ও সার বিতরণ করা হয়েছে। সোমবার বেলা সাড়ে ১১টার দিকে উপজেলা পরিষদ চত্ত্বরে এ উপকরণ বিতরণ করা হয। উপজেলার ২৭০ জন চাষির প্রতি জনকে ৫ কেজি মাসকলাই বীজ, ১০ কেজি ডিএপি এবং ০৫ কেজি এমওপি সার প্রদান করা হয় ।
এ সময় উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান মো. কাউসার, উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মেহেদী মোর্শেদ, উপজেলা কৃষি কর্মকর্তা মুহাম্মদ তোফাজ্জল হোসেন, ধান গবেষণার ঊর্ধ্বতন বৈজ্ঞানিক কর্মকর্তা ইফতেকার মাহমুদ আকন্দ প্রমুখ।
বিডি প্রতিদিন/এএ