দিনাজপুর সদরে মাদকবিরোধী অভিযান চালিয়ে ৫০ কেজি গাঁজাসহ মাদক কারবারিকে আটক করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। মঙ্গলবার দিবাগত রাত ২টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে দিনাজপুর সদরের শেখপুরা ইউনিয়নের দিঘন গ্রামের পশ্চিম পাড়ায় এ অভিযান চালিয়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি) জেলা কার্যালয়ের একটি দল। তাদের দাবি উদ্ধারকৃত মাদকদ্র্যব্যের আনুমানিক মূল্য ১৫ লাখ টাকা।
আটক আবুজার আলী দিনাজপুর সদরের শেখপুরা ইউনিয়নের দিঘন গ্রামের পশ্চিম পাড়ায় মৃত জাফর উদ্দিনের ছেলে। তবে এ ঘটনায় পলাতক রয়েছে তার সহযোগী সেলিনা।
অভিযুক্ত মাদক কারবারি আবুজার আলী ও সহযোগী সেলিনার (পলাতক) বিরুদ্ধে মাদকদব্য নিয়ন্ত্রণ আইনে কোতয়ালি থানায় মামলা করেছেন মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের দিনাজপুর জেলা কার্যালয়ের (ডিএনসি) উপপরিদর্শক হাসিবুল হাসান। বুধবার আটক মাদককারবারি আবুজারকে কোতয়ালি থানায় হস্তান্তর করা হয়েছে ।
বিষয়টি নিশ্চিত করে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের (ডিএনসি) দিনাজপুর জেলা কার্যালয়ের উপপরিচালক শহিদুল মান্নাফ কবীর জানান, তারা দীর্ঘদিন ধরে বিভিন্ন কৌশলে পাইকারি ও খুচরা মাদক বিক্রি করে আসছিল। মাদকমুক্ত দিনাজপুর গড়তে নিয়মিত চলছে এ অভিযান। সকলকে তথ্য দিয়ে সহযোগিতা করারও আহবান জানান তিনি।
বিডি প্রতিদিন/এএ