চুয়াডাঙ্গায় মাদক ব্যবসা করতে রাজি না হওয়ায় যুবলীগ কর্মী সজল হোসেনকে ষড়যন্ত্র করে জেল খাটিয়েছেন জেহালা ইউপি চেয়ারম্যান ও ইউনিয়ন যুবলীগ সভাপতি মকলেছুর রহমান শিলন। কারাভোগ শেষে বাড়ি ফিলে আসা ওই যুবলীগ কর্মীকে আবারো জেলে পাঠানোর হুমকি দিচ্ছেন তিনি। বুধবার দুপুরে চুয়াডাঙ্গা প্রেস ক্লাবে আয়োজিত সংবাদ সম্মেলন এসব অভিযোগ করেন যুবলীগ কর্মী সজল হোসেন ও তার স্ত্রী মোছাঃ রিক্তা।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে বলা হয়েছে, জেহালা ইউপি চেয়ারম্যান মকলেছুর রহমান শিলনের প্ররোচণায় পড়ে ২০২১ সালের মাঝামাঝি সময়ে সজল হোসেন মাদক ব্যবসায় জড়িয়ে পড়ে। পরে নিজের ভুল বুঝতে পেরে সে স্বাভাবিক জীবনে ফিরে আসে। এ ক্ষোভ থেকে ২০২২ সালের ১১ অক্টোবর সজলকে পুলিশ দিয়ে ধরিয়ে দেয়। পরে তার কাছে মাদকদ্রব্য পাওয়া গেছে বলে ভ্রাম্যমাণ আদালতে হস্তান্তর করা হয়। আদালত তাকে চার মাসের সাজা দেয়। সাজা শেষে সজল বাড়ি ফিরে এলে আবারও নানাভাবে হুমকি-ধমকি দিচ্ছে শিলন চেয়ারম্যান। তাকে আবারও মাদক দিয়ে পুলিশে দেয়া হবে বলে ভয়-ভীতি দেখাচ্ছে।
সজলের স্ত্রী মোছাঃ রিক্তা বলেন, আমরা পুলিশ সুপার মহোদয়ের দৃষ্টি আকর্ষণ করছি। তিনি যেন আমাদের স্বাভাবিক জীবনযাপনে সহযোগিতা করেন।
বিডি প্রতিদিন/এএ