গাইবান্ধার গোবিন্দগঞ্জে ক্রোগাছা এলাকা থেকে সাড়ে ৯ কেজি শুকনা গাঁজাসহ শফিকুল ইসলাম (৫২) নামে এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র্যাব। বুধবার বিকালে র্যাব-১৩, গাইবান্ধা ক্যাম্পের ফ্লাইট লেফটেন্যান্ট মাহমুদ বশির আহমেদ স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
গ্রেফতারকৃত শফিকুল উপজেলার ক্রোগাছা এলাকার সালেক উদ্দিনের ছেলে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, মঙ্গলবার রাত সাড়ে আটটার দিকে গোপন সংবাদের ভিত্তিতে র্যাব জানতে পারে যে, গোবিন্দগঞ্জ উপজেলার ক্রোগাছা এলাকায় দুইজন লোক নেশা জাতীয় অবৈধ মাদকদ্রব্য গাঁজা ক্রয়-বিক্রয়ের জন্য অবস্থান করছে। খবর পেয়ে রাত সোয়া ৯টার দিকে র্যাব-১৩ গাইবান্ধা ক্যাম্পের একটি দল অভিযান পরিচালনা করে।
এ সময় মাদক ব্যবসায়ী শফিকুল ইসলামকে সাড়ে ৯ কেজি শুকনা গাঁজাসহ আটক করা হলেও আরেক সহযোগী শ্রী সন্তোষ চন্দ্র র্বমণ (৪৫) পালিয়ে যায়।
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ী দীর্ঘদিন যাবত মাদক ব্যবসার সাথে সম্পৃক্ত থাকার কথা স্বীকার করেছে। উক্ত ঘটনার সাথে জড়িত অন্যান্য মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে গোপন অনুসন্ধান চলছে। এঘটনায় গ্রেফতারকৃত এবং পলাতক আসামির বিরুদ্ধে নিয়মিত মাদক মামলা রুজু করার জন্য গাইবান্ধা জেলার গোবিন্দগঞ্জ থানায় হস্তান্তর করা হয়েছে।
বিডিপ্রতিদিন/কবিরুল