ময়মনসিংহের ফুলপুরে আসন্ন (২১ অক্টোবর) হিন্দু ধর্মাবলম্বীদের ধর্মীয় শারদীয় দুর্গোৎসব শান্তিপূর্ণভাবে উদযাপন উপলক্ষ্যে এক প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (১৩ সেপ্টেম্বর) উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে উপজেলা পূজা উদযাপন পরিষদের নেতৃবৃন্দ ও সুশীল সমাজের সাথে ওই সভা অনুষ্ঠিত হয়।
ফুলপুর উপজেলা নির্বাহী অফিসার এম সাজ্জাদুল হাসান এতে সভাপতিত্ব করেন। সভায় বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান আতাউল করিম রাসেল, উপজেলা সহকারী কমিশানর (ভূমি) অমিত রায় কল্লোল, ফুলপুর থানার অফিসার ইনর্চাজ আব্দুল্লাহ আল মামুন, বীর মুক্তিযোদ্ধা আব্দুল বাতেন সরকার, বীর মুক্তিযোদ্ধা বিজয় চন্দ্র বিশ্বাস, উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি দেবল সাহা, সাধারণ সম্পাদক পরিতোষ, উপজেলা প্রাণিসম্পাদক কর্মকর্তা ডা. আব্দুর রাজ্জাক, উপজেলা কৃষি কর্মকর্তা ফারুক আহমেদ, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা আবুল বশার ভূঁঞা প্রমুখ।
উপজেলা একাডেমিক সুপার ভাইজার পরিতোষ সৃত্র ধরের সঞ্চালনায় এসময় হিন্দু ধর্মের বিভিন্ন স্তরের নেতৃবৃন্দসহ উপজেলা প্রশাসনের বিভাগীয় প্রধানগণ উপস্থিত ছিলেন।
বিডি-প্রতিদিন/আব্দুল্লাহ