দিনাজপুরে বিভিন্ন ওষুধের ফামের্সিতে অভিযান চালিয়ে স্যাম্পল ওষুধ বিক্রির অপরাধে ১০ হাজার টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর দিনাজপুর।
বৃহস্পতিবার দিনাজপুর এম আব্দুর রহিম মেডিকেল কলেজ হাসপাতাল এলাকায় এ অভিযান পরিচালনা করেন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের জেলা সহকারী পরিচালক মমতাজ রুনী।
অভিযানে দিনাজপুর এম আব্দুর রহিম মেডিকেল কলেজ হাসপাতাল এলাকায় স্যাম্পল ওষুধ বিক্রির অপরাধে মেডিকেল ফার্মা নামক এক ফার্মেসিতে ৫ হাজার ও একই অপরাধে পয়গাম ফার্মেসিকে ৫ হাজার টাকা জরিমানা করা হয়।
এসময় ফার্মেসিগুলোতে স্যালাইনের মূল্য তদারকির পাশাপাশি প্যাকেটের গায়ে নির্ধারিত মূল্যের বেশি না নিতে সতর্ক করেন অধিদপ্তরের জেলা সহকারী পরিচালক মমতাজ রুনী ।
অনিয়ম পেলে সকলকে তথ্য দিয়েও সহযোগিতা করার আহ্বান জানান তিনি।
বিডি প্রতিদিন/এএ