রংপুরের কাউনিয়া উপজেলায় বৃহস্পতিবার দুপুরে উপজেলা স্বাস্থ কমপ্লেক্স হলরুমে সরকারি বিদ্যমান সেবাসমূহ অবহিতকরণ সম্পর্কিত ওরিয়েন্টেশন অনুষ্ঠিত হয়। এতে স্বাগত বক্তব্য রাখেন কারিগরি কর্মকর্তা (পুষ্টি), মোছা: সুরাইয়া আকতার রাখি, গ্রাম বিকাশ কেন্দ্র, ওরিয়েন্টেশনে সেশন পরিচালনা করেন কাউনিয়া উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. সাদিকাতুল তাহিরিণ, উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা মো: সাহীদুল ইসলাম, উপজেলা মেডিকেল অফিসার ডা: মিরাজুল মুহাইমিনা।
প্রসপারিটি প্রকল্পের কার্যক্রম উপস্থাপন করেন কারিগরি কর্মকর্তা (কমিউনিটি মোবিলাইজেশন), মো: জিয়াউর রহমান। এ সময় উপস্থিত ছিলেন স্বাস্থ্য পরিদর্শক প্রিয়তোষ ভট্টচার্য, সহকারী স্বাস্থ্য পরিদর্শক মো: শাহজালাল মিঞা, সহকারী কারিগরি কর্মকর্তা(পুষ্টি) মোছা: বেনজির লাইলা ও সহকারী কর্মকর্তা (জীবিকায়ন) মো: আব্দুল কাইয়ুম, গ্রাম কমিটির সদস্য, মা ও শিশু ফোরামের সদস্য, কিশোর-কিশোরী ক্লাবের সদস্য, প্রতিবন্ধী ফোরামের সদস্য ও ইন্টারসেকশনাল গ্রুপের সদস্য।
বিডি প্রতিদিন/এএম