সিদ্ধিরগঞ্জের আদমজী এমডব্লিউ স্কুলের দুর্নীতির দায়ে বরখাস্তকৃত প্রধান শিক্ষক গাজী নাজমুল হুদাকে পুনরায় বহালের প্রতিবাদে মানববন্ধন করেছে ছাত্র-ছাত্রী ও অভিভাবকরা।
বৃহস্পতিবার দুপুর ১টা ৪৫ মিনিটে অত্র স্কুলের সামনে অভিভাবক ও শিক্ষার্থীরা এ মানববন্ধন করে।
মানববন্ধনে অভিভাবক ও শিক্ষার্থীরা বলেন, ৭ লাখ ৭৭ হাজার ১৯৪ টাকা আত্মসাতের অভিযোগে ২০২১ সালের ৮ ফেব্রুয়ারি তৎকালিন স্কুল পরিচালনা কমিটি প্রধান শিক্ষক গাজী নাজমুল হুদাকে বরখাস্ত করেন। যা মাউশির আইন শাখার অফিসার ইনচার্জ মো. সিদ্দিকুর রহমান তদন্ত করে ১৬ ফেব্রুয়ারি প্রধান শিক্ষকের অর্থ আত্মসাতের অভিযোগ প্রমাণিত উল্লেখ করে তার বিরুদ্ধে বিভাগীয় ও প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের নির্দেশনা দেন। আমরা এমন দুর্নীতিবাজ প্রধান শিক্ষককে পুনরায় স্কুলে দেখতে চাই না।
আদমজী এমডব্লিউ স্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক রওশন আরা আক্তার বলেন, অর্থ আত্মসাতের অভিযোগ বরখাস্তকৃত প্রধান শিক্ষক গাজী নাজমুল হুদাকে পুনরায় যোগদান করতে চাচ্ছেন। এমন খবর এলাকায় ছড়িয়ে পড়লে স্কুলের ছাত্র-ছাত্রী ও অভিভাবকরা মানববন্ধন করে।
বিডি-প্রতিদিন/সালাহ উদ্দীন