গাজীপুরে বাস চাপায় জিসান (৩) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। নিহত জিসান সুনামগঞ্জ জেলার মইনপুর গ্রামের আতিকুর রহমানের ছেলে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, শিশু জিসানের নানা আব্দুল কাদির সিটি করপোরেশনের পোড়াবাড়ী এলাকায় স্থানীয় জয়নালের বাড়িতে ভাড়ায় বসবাস করে একটি তৈরি পোশাক কারখানায় কাজ করতেন। কয়েকদিন আগে পরিবারের সঙ্গে জিসান তার নানা বাড়িতে বেড়াতে আসে। শুক্রবার সকাল ৯টার দিকে সিটির পোড়াবাড়ী এলাকায় ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক পারাপারের সময় একটি বাস জিসানকে চাপা দিলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। ঘটনার পর বাসটি পালিয়ে গেছে।
গাজীপুর মেট্রোপলিটন পুলিশের (জিএমপি) সদর থানার ওসি মোহাম্মদ জিয়াউল ইসলাম বলেন, রাস্তা পারাপারের সময় বাস চাপায় শিশুটির মৃত্যু হয়েছে। লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
বিডি প্রতিদিন/এএ