টাঙ্গাইলের বাসাইল উপজেলার বাসুলিয়ায় (চাপড়া বিল) ঐতিহ্যবাহী নৌকা বাইচ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (১৫ সেপ্টেম্বর) বিকেলে বীর মুক্তিযোদ্ধা মরহুম আব্দুল মালেক মিঞা স্মরণে উপজেলা আওয়ামী লীগের এই প্রতিযোগিতার আয়োজন করে।
বাসাইল-সখীপুর সড়কের পাশে মনোমুগ্ধকর চাপড়া বিলে দর্শক-শ্রোতার উপস্থিতিতে প্রতিযোগিতাটি শেষ হয়। নৌকা বাইচ দেখতে সড়কের পাশে এবং বিলে ছোট-বড় নৌকা নিয়ে এসে হাজার হাজার দর্শনার্থী জড়ো হয়।
প্রতিযোগিতায় মা-বাবার দোয়া নামের নৌকাটি চ্যাম্পিয়ন হয়। এ নৌকার মালিক প্রথম পুরস্কার হিসেবে মোটরসাইকেল লাভ করে। আর চাচা-ভাতিজা নামের নৌকাটি দ্বিতীয় স্থান অধিকার করে। এ নৌকার মালিককে ফ্রিজ দিয়ে পুরস্কৃত করা হয়। নিউ হুগড়া একতা তৃতীয়স্থান লাভ করে।
বিডি প্রতিদিন/নাজমুল