গাজীপুরের কালিয়াকৈরে সড়ক দুর্ঘটনায় শিশু রোজা আক্তার নিহত হয়েছে। শুক্রবার বিকেলে সফিপুর আঞ্চলিক সড়কের জালালগেইট এলাকায় অটোরিক্সার চাপায় ঘটনাস্থলেই ওই শিশু নিহত হয়।
নিহত শিশু রোজা আক্তার (৩) গাইবান্দার পলাশবাড়ী উপজেলার পশ্চিম ফরিদপুর গ্রামের রেজাউল ইসলামের মেয়ে। সে মা-বাবার সাথে কালিয়াকৈরের মুন্সির টেক এলাকায় থাকাতো।
নিহতের পরিবার ও প্রত্যক্ষদর্শী সুত্রে জানা যায়, শুক্রবার বিকেলে শিশু রোজা আক্তার মায়ের হাত ধরে সড়কের পাশ দিয়ে হাটাহাটি করছিল। এসময় মাটিকাটা রেইলগেইটগামী দুই অটোরিক্সা যাওয়ার সময় শিশু রোজার উপর দিয়ে উঠিয়ে দেয়। এতে ঘটনাস্থলেই ওই শিশুর মৃত্যু হয়।
স্থানীয় ৮ নং ওয়ার্ড কমিশনার সারোয়ার হোসেন আকুল শিশু রোজার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।
বিডি প্রতিদিন/এএ