গাজীপুরের কালিয়াকৈর উপজেলায় ইয়াবাসহ মাসুদ রানা (২৮) নামে এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে পুলিশ।
শনিবার ভোরে উপজেলার ফুলবাড়িয়া ইউনিয়নের পাবুড়িয়াচালা এলাকা থেকে তাকে আটক করে পুলিশ।
আটক মাসুদ রানা উপজেলা ফুলবাড়িয়া ইউনিয়নের পাবুড়িয়া চালা এলাকার কুমরুদ্দিনের ছেলে।পুলিশ সূত্রে জানা যায়, ওই মাদক ব্যবসায়ী মাসুদ রানা দীর্ঘদিন ধরে উপজেলার বিভিন্ন এলাকায় মাদক ব্যবসা করে আসছে। প্রতিদিনের মতো শনিবার ভোর রাতে কালিয়াকৈর টু মাওনা আঞ্চলিক সড়কের ফুলবাড়িয়া ইউনিয়নের পাবুড়িয়া চালা নামক স্থানে মাদক বেচাকেনা হচ্ছে। এমন গোপন সংবাদের ভিত্তিতে ফুলবাড়িয়া পুলিশ ক্যাম্প ইনচার্জ সোহেল মোল্লার নেতৃত্বে একদল পুলিশ সদস্য ঘটনাস্থলে যায়। এ সময় মাদক ব্যবসায়ীরা পুলিশের টের পেয়ে দৌড়ে পালিয়ে যাওয়ার সময় মাসুদ রানা নামে এক মাদক ব্যবসায়ীকে আটক করে। পরে তার দেহ তল্লাশি করে ৭২ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।
কালিয়াকৈর থানাধীন ফুলবাড়িয়া পুলিশ ক্যাম্প ইনচার্জ এসআই সোহেল মোল্লা জানান, মাসুদ রানাকে ৭২ পিস ইয়াবা সহ আটক করা হয়।
বিডি-প্রতিদিন/বাজিত