১৮ সেপ্টেম্বর, ২০২৩ ১৮:০১

দেখে দেখে অপারেশন থিয়েটারের ইনচার্জ!

কুমিল্লা প্রতিনিধি

দেখে দেখে অপারেশন থিয়েটারের ইনচার্জ!

শুধু দেখে দেখে অপারেশন থিয়েটারের (ওটি) ইনচার্জ। এইচএসসি পাশ করেছেন, আর কোনো সনদ নেই। এ ঘটনাটি ঘটে কুমিল্লার আদর্শ হাসপাতালে। এ ঘটনায় এক লাখ টাকা জরিমানা করে ওই ব্যক্তিকে পদ থেকে সরে যাওয়ার নির্দেশ দেয়া হয়। 

সোমবার কুমিল্লার মনোহপুর এলাকার ওই হাসপাতালে অভিযানের পর ফার্মেসিতেও মেয়াদোত্তীর্ণ ওষুধ পাওয়া যায়। এ সময় ফার্মেসিকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়। 

এদিকে, দাম বেশি রেখে দেয়া হচ্ছিল ডিসকাউন্ট (মূল্য ছাড়)। এছাড়াও অতিরিক্ত দামে করা হচ্ছিল স্বাস্থ্য পরীক্ষা এমন অভিযোগে জেলা সদর হাসপাতালের পাশের ক্লাসিক কনসালটেশন এন্ড ডায়াগনস্টিক  সেন্টারকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতর কুমিল্লার সহকারী পরিচালক মো. আছাদুল ইসলামের নেতৃত্বে অভিযান পরিচালনা করেন সিভিল সার্জন কার্যালয়ের মেডিকেল অফিসার ডা. মো. মেহেদী হাসান ও ডা. মো. আবদুল কাইয়ুম। 

ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতর কুমিল্লার সহকারী পরিচালক মো. আছাদুল ইসলাম জানান, আদর্শ হাসপাতালে অপারেশন থিয়েটারে অযোগ্য ব্যক্তি দিয়ে দায়িত্ব পালন করাচ্ছিলেন। ক্লাসিক কনসালটেশন এন্ড ডায়াগনস্টিক সেন্টারে মূল্য তালিকায় প্রদর্শিত দামের তুলনায় বেশি দাম রেখে তা থেকে ছাড় দিয়ে পরীক্ষা করা হচ্ছিল। 

বিডি-প্রতিদিন/বাজিত

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর