সুনামগঞ্জের জামালগঞ্জে স্বামীর সঙ্গে ঝগড়ার পর তিন শিশু সন্তানকে নিয়ে একসঙ্গে কীটনাশক পান করেছেন এক নারী। এতে তিন সন্তানের মৃত্যু হয়েছে। তবে অসুস্থ অবস্থায় সিলেট ওসমানী হাসপাতালে চিকিৎসাধীন আছেন ওই মা।
মৃত শিশুরা হলেন-সাহেদ (০৫), তামজীদ (১৩) ও সাকিবা (১৪)।
রবিবার সকাল ১০টায় উপজেলার ফেনারবাঁক ইউনিয়নের শান্তিপূর গ্রামে এ ঘটনাটি ঘটেছে।স্থানীয়রা জানান, উপজেলার ফেনারবাঁক ইউনিয়নের শান্তিপূর গ্রামে জাহাঙ্গীরের সঙ্গে স্ত্রী যমুনা বেগমের (৩৫) প্রায়ই ঝগড়া হয়। পারিবারিক অশান্তি প্রায়ই লেগে থাকতো। এর জেরে যমুনা বেগম রবিবার সকালে তিন শিশু সন্তানকে নিয়ে কীটনাশক পান করেন। বিষক্রিয়া শুরু হলে তাদের চিৎকার-চেঁচামেচিতে প্রতিবেশীরা এসে মা-সন্তানদের জামালগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠান।
অবস্থা আশঙ্কাজনক হওয়ায় চিকিৎসক তাদের উন্নত চিকিৎসার জন্য সুনামগঞ্জ সদর হাসপাতালে প্রেরণ করেন। সেখানে আসার পর কর্তব্যরত চিকিৎসক তিন শিশুকে মৃত ঘোষণা করেন।
সুনামগঞ্জ সদর হাসপাতালের আবাসিক চিকিৎসক (আরএমও) ডা. রফিকুল ইসলাম জানান, কীটনাশক পানে ৩ সন্তানের মৃত্যু হয়েছে। মায়ের অবস্থা সংকটাপন্ন হওয়ায় তাকে সিলেট ওসমানী হাসপাতালে পাঠানো হয়েছে।
জামালগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দীলিপ কুমার দাশ জানান, পারিবারিক কলহের জেরে এ ঘটনা ঘটেছে বলে প্রাথমিকভাবে জানা গেছে।
বিডি প্রতিদিন/এমআই