নিখোঁজের একদিন পর দিনাজপুরের বিরলে নোনা নদী থেকে ভবেশ চন্দ্র রায় (৫০) নামে একজনের লাশ উদ্ধার করেছে পুলিশ। নিহত ভবেশ চন্দ্র রায় বিরল উপজেলার ধামইড় ইউপি’র খৈলতৈর বাগানপাড়া গ্রামের মৃত সবানু চন্দ্র রায়ের ছেলে।
মঙ্গলবার সন্ধ্যায় বিরল উপজেলার সদর ইউপি’র নোনা নদীর দুলহরী সরকারি প্রাথমিক বিদ্যালয় এলাকা থেকে লাশটি উদ্ধার করা হয়।
পুলিশ ও স্থানীয়রা জানায়, ভবেশ চন্দ্র রায় গত সোমবার বিকালে বাড়ি থেকে বের হয়ে আর ফিরে আসেনি। মঙ্গলবার সন্ধ্যার দিকে বিরলের নোনা নদীর দুলহরী নামক স্থানে নদীতে মাছ ধরতে আসা লোকজন লাশ দেখতে পেয়ে পুলিশকে খবর দেয়। খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের একটি দল এসে লাশ নদী থেকে উদ্ধার করে। পরে মৃত ভবেশের পরিবারের লোকজন লাশ শনাক্ত করে।লাশ উদ্ধারের বিষয়টি নিশ্চিত করেন বিরল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম মাওলা শাহ।
বিডি প্রতিদিন/এমআই