হবিগঞ্জে বিশ্ব পর্যটন দিবস-২০২৩ উদযাপিত হয়েছে। দিবসটি উপলক্ষে বুধবার সকালে জেলা প্রশাসনের নিমতলা থেকে একটি র্যালি বের হয়ে শহর প্রদক্ষিণ করে একই স্থানে এসে শেষ হয়।
এ ছাড়াও আলোচনা সভা, পুরস্কার বিতরণীসহ বিভিন্ন অনুষ্ঠান হয় দিবসটি উপলক্ষে। জেলা প্রশাসনের সম্মেলন কক্ষে আলোচনা সভাটি অনুষ্ঠিত হয়। এতে জেলা প্রশাসক দেবী চন্দ প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। সভায় বাংলাদেশকে পর্যটনের অপার সম্ভাবনার দেশ হিসেবে উল্লেখ করেন বক্তারা।
এসময় অন্যান্যের মাঝে জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা মো. নুরুল ইসলাম, অতিরিক্ত জেলা প্রশাসক আবুল মনসুর, বন বিভাগের এ সি এফ তারেক রহমান বক্তব্য রাখেন। আলোচনা সভায় সরকারি কর্মকর্তা, শিক্ষার্থীসহ বিভিন্ন শ্রেণি-পেশার লোকজন উপস্থিত ছিলেন।বিডি প্রতিদিন/এমআই