নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে ট্রাকের চাপায় পিষ্ট হয়ে সাফিন আহমেদ নামের ৬ বছর বয়সী এক শিশুর মৃত্যু হয়েছে। শুক্রবার (২৯ সেপ্টেম্বর) রাতে মিজমিজি দোয়েল চত্ত্বর এলাকায় এ ঘটনা ঘটেছে।
নিহত ওই শিশু কুমিল্লার মেঘনার চরবামনচর এলাকার শাহজালালের ছেলে। এ ঘটনায় পুলিশ ঘাতক ট্রাক ও চালককে আটক করেছে। বিষয়টি নিশ্চিত করেছেন সিদ্ধিরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম মোস্তফা।
তিনি জানান, একটি ট্রাক শিশুটিকে চাপা দিলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। পরে এলাকাবাসী বিষয়টি পুলিশকে জানালে ঘটনাস্থল থেকে শিশুর মরদেহ উদ্ধার করে। এ ঘটনায় ট্রাক চালক ফারুককে আটক এবং ট্রাকটি জব্দ করা হয়। এ ঘটনায় আইনানুগ কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।
বিডি-প্রতিদিন/আব্দুল্লাহ