বাগেরহাটের রামপালে ১৪ বছরের এক কিশোরীকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগে রাকিব হোসেন সজল (২৫) ও রাসেল শেখ (২৬) নামে দুই যুবককে গ্রেফতার করেছে পুলিশ।
শুক্রবার (২৯ সেপ্টেম্বর) সন্ধ্যায় রামপাল থানার বড় দূর্গাপুর পুটিমারি গ্রামের স্থানীয় পলাশের ঘেরের টং ঘরে ওই সংঘবদ্ধ ধর্ষনের ঘটনা ঘটে। পুলিশ রাতেই অভিযান চালিয়ে অভিযুক্ত তিনজনের মধ্যে দুইজনকে গ্রেফতার করেছে।
গ্রেফতার রাসেল শেখ বাগেরহাটের রামপাল উপজেলার পাড়গোবিন্দপুর গ্রামের ফরহাদ শেখের ছেলে ও একই উপজেলা রাকিব হোসেন সজল কালেখার গ্রামের আজমল হোসেন ছেলে এবং রহমত (২৬) নামের অপর এক যুবক পলাতক রয়েছে। তবে রহমতের বিস্তারিত পরিচয় জানাতে পারেনি পুলিশ। বাগেরহাট মিডিয়া সেলের প্রধান সমন্বায় ইন্সপেক্টর বাবুল আক্তার শুক্রবার (২৯ সেপ্টেম্বর) রাত সাড়ে ১১টায় এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি আরো জানান, রামপাল উপজেলার ফয়লাহাট কামাল উদ্দিন মাধ্যমিক বিদ্যালয়ের ৯ম শ্রেণির ওই ছাত্রী কিসমত বুঝবুনিয়ায় তার মামা বাড়িতে যাওয়ার পথে খুলনা-মোংলা মহাসড়কের রনসেন মোড়ে পৌঁছলে বিকাল সাড়ে ৫টার দিকে রহমত ও রাসেল শেখ তাকে একটি লাল রংয়ের মোটরসাইকেলে উঠিয়ে বড় দুর্গাপুর পুটিমারি গ্রামের পলাশের ঘেরের টং ঘরে নিয়ে যায়।
তিনি আরো জানান, সেই টং ঘরে পূর্বে থেকে অবস্থান করছিল রাকিব হোসেন সজল। এসময় ৩ যুবক একত্রিত হয়ে ভিকটিমকে জোরপূর্বক গণধর্ষণ করে। ধর্ষণ শেষে রাত ৭টার দিকে মহেন্দ্রযোগে ভিকটিমকে তার নিজ বাড়িতে পাঠিয়ে দেয়। এ ব্যাপারে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।
বিডি-প্রতিদিন/আব্দুল্লাহ