পিরোজপুরের নেছারাবাদ উপজেলার ছারছীনা বাসস্ট্যাণ্ড এলাকায় অগ্নিকাণ্ডে ১৩টি ব্যবসায় প্রতিষ্ঠান পুড়ে ছাই হয়ে গেছে।
শুক্রবার গভীর রাতে এ ঘটনা ঘটে। বিদ্যুৎতের শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত বলে প্রাথমিক ধারণা করা হচ্ছে।
প্রত্যক্ষদর্শীরা জানান, শুক্রবার দিবাগত রাত ১টা ২০ মিনিটের দিকে একটি বন্ধ দোকান থেকে ধোঁয়ার কুণ্ডলি দেখতে পান। মুহূর্তে সেখানে দাউ দাউ করে আগুন জ্বলে উঠে। পরে স্থানীয়রা ছুটে এসে আগুন নিভানোর চেষ্টা করে।
খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট এসে কাজ কাজ শুরু করে। ইতোমধ্যে আগুনে লোকাল বাস কাউন্টার, ভাতের হোটেল, ওষুধের দোকান, চায়ের দোকানসহ মোট ১৩টি দোকান পুড়ে যায়।
নেছারাবাদ ফায়ার সার্ভিসের ভারপ্রাপ্ত ইনচার্জ আব্দুস সালাম জানান, খবর পেয়ে নেছারাবাদ ফায়ার সার্ভিস এবং বানারীপাড়া ফায়ার সার্ভিস দুটি ইউনিট ছুটে গিয়ে কাজ শুরু করে। আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে আনতে আমাদের এক ঘণ্টা সময় লেগেছে। রাত তিনটার দিকে আগুন পুরোপুরি নিভাতে সক্ষম হই। বিদ্যুৎতের শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত বলে ধারণা করা হচ্ছে।
বিডি প্রতিদিন/আজাদ