বাগেরহাটের মোরেলগঞ্জে রানী বেগম (৩০) নামে এক গৃহবধূকে গাছে বেঁধে নির্যাতনের ঘটনায় থানায় মামলা দায়ের হয়েছে। শুক্রবার রাতে নির্যাতিতা গৃহবধূ রানী বেগম বাদী হয়ে মামলাটি দায়ের করেন। এ ঘটনায় রাতেই আকলিমা বেগম (৩২) নামে এক নারীকে গ্রেফতার করেছে পুলিশ।
শনিবার বেলা ১১টার দিকে বাগেরহাট আদালতে প্রেরণ করা হয়েছে তাকে। অভিযুক্ত নারী রানী বেগমকে গাছে বেঁধে পেটানোয় সরাসরি অংশ নেয় বলে জানা গেছে।
গত বৃহস্পতিবার বিকেলে বলইবুনিয়া ইউনিয়নের বাশবাড়িয়া গ্রামের হাসান শেখের স্ত্রী রানী বেগমকে একই গ্রামের নাসির শিকদার ও তার সহযোগীরা গাছের সঙ্গে বেঁধে বেধড়ক পেটায়। এতে ঘটনাস্থলেই ওই নারী জ্ঞান হারিয়ে ফেলেন। পরে স্থানীয় চৌকিদার ও অন্যান্য লোকজন রানী বেগমকে হাসপাতালে ভর্তি করেন।
রানী বেগমকে দড়ি দিয়ে গাছের সঙ্গে বেঁধে মারপিটের একটি ভিডিও ঘটনার একদিন পর সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে। তিনি এখন খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন। জমিজমা সংক্রান্ত বিরোধের জের ধরে এ মারপিটের ঘটনা ঘটে।
এ বিষয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাইদুর রহমান বলেন, রানী বেগমকে বেঁধে পিটানোর বিষয়ে অভিযোগ পাওয়া মাত্রই, তা এজাহার হিসেবে গ্রহণ করা হয়েছে। একজন আসামিকে রাতে গ্রেফতারও করা হয়েছে। অপর আসামিদের গ্রেফতারের জন্য পুলিশে তৎপর রয়েছে।
বিডি প্রতিদিন/এমআই