নেত্রকোনায় উদযাপিত হয়েছে প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৭৭তম জন্মদিন। এ উপলক্ষে জেলা শিল্পকলা একাডেমির আয়োজনে শহরের সাংস্কৃতিক সমাজিক বিভিন্ন সংগঠনের সমন্বয়ে একটি আনন্দ শোভাযাত্রা বের করা হয়।
আজ শনিবার দুপুরে নেত্রকোনা শহরের ঐতিহাসিক মোক্তারপাড়া মাঠ থেকে আনন্দ শোভাযাত্রাটি বের হয়ে শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে। পরে ছোটবাজার স্থানীয় শহীদ মিনারে গিয়ে শেষ হয়।
এসময় শোভাযাত্রায় নেতৃত্ব দেন জেলা কালচারাল অফিসার তমাল বোস, হিমু পাঠক আড্ডার পরিচালক আলপনা বেগম, উদীচী শিল্পী গোষ্ঠীর সাধারণ সম্পাদক অসীত ঘোষ, যাত্রাশিল্পী সংগঠনের সম্পাদক একে এম এরশাদুল হক জনিসহ বিভিন্ন সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ।
র্যালিতে মিল্পকলা একাডেমির শিশু-কিশোর-অভিভাবক, নেত্রকোনা যাত্রা শিল্পী সমিতির সদস্যরা অংশ নেন।
বিডি প্রতিদিন/জুনাইদ আহমেদ