বগুড়ায় বার্মিজ চাকুসহ সাব্বির হোসেন (২৩) নামের যুবককে গ্রেফতার করেছে র্যাব। শুক্রবার রাতে বগুড়ার শাজাহানপুর উপজেলার বনানী বাসস্ট্যান্ড এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতার হওয়া যুবকের সাব্বির শাজাহানপুর উপজেলার গণ্ডগ্রাম এলাকার সাগর হোসেনের ছেলে।
শনিবার বেলা ১২টার দিকে র্যাব-১২ বগুড়ার কোম্পানী কমান্ডার পুলিশ সুপার মীর মনির হোসেন এসব তথ্য জানান।
এই কর্মকর্তা আরও জানান, গ্রেফতারকৃত সাব্বির শাজাহানপুর থানায় মারপিট ও হত্যাচেষ্টা মামলার প্রধান আসামি। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে শহরতলী বনানী বাসস্ট্যান্ড এলাকা থেকে সাব্বিরকে বার্মিজ চাকুসহ গ্রেফতার করা হয়। এরআগে গত ২৬ সেপ্টেম্বর রাতে সরকারি শাহ সুলতান কলেজের সামনে একজনকে ছুরিকাঘাত করে তিনি। সেই মামলার প্রধান আসামি সাব্বির। শনিবার তাকে শাজাহানপুর থানায় হস্তান্তর করা হয়েছে।
বিডি প্রতিদিন/এএম