দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটর সভাপতি ক্যাপ্টেন এবি তাজুল ইসলাম এমপি বলেছেন, শেখ হাসিনার নেতৃত্বের প্রতি দেশবাসীর গভীর আস্থা। আওয়ামী লীগ ঐক্যবদ্ধতার কারণেই বার বার গণমানুষের দলে এবং ক্ষমতার আসনে বসিয়েছে দেশবাসী। শেখ হাসিনার ও আওয়ামী লীগকে ধ্বংস করার জন্যে বার বার ষড়যন্ত্র করা হয়েছে তা প্রতিহত করেই আওয়ামী লীগ ঘুড়ে দাঁড়িয়েছে।
শনিবার বাঞ্ছারামপুর উপজেলার রবীন্দ্র স্বরবর, তিতাস নদীর উপর নির্মিত ব্রিজ, পৌরসভার ডোলভাঙ্গা নির্মাণাধীন বিভিন্ন প্রকল্পের কাজ পরিদর্শনকালে তিনি এসব কথা বলেন। এসময় উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক মো. নুরুল ইসলাম, উপজেলা নির্বাহী কর্মকর্তা একি মিত্র চাকমা, সহকারি কমিশনার ভূমি কাজী আতিকুর রহমান, বাঞ্ছারামপুর পৌর মেয়র তফাজ্জল হোসেন, উপজেলা প্রকৌশলী জাহাঙ্গীর হোসেন, বাঞ্ছারামপুর মডেল থানার অফিসার্স ইনচার্জ মো. নূরে আলম, উপজেলা স্বেচ্ছাসেবকলীগ সভাপতি মাহমূদুল হাসান ভূইয়া, উপজেলা ছাত্রলীগ সভাপতি এমএস রানা, সাধারণ সম্পাদক আ. রাজ্জাক, পৌর ছাত্রলীগ সভাপতি হিমেল সরকার, কলেজ ছাত্রলীগ সভাপতি মাসুদ রানা, সাধারণ সম্পাদক আশিকুর রহমান মাসুদ প্রমুখ।
পরে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে উপজেলা আওয়ামী লীগ কর্তৃক আয়োজিত দরিয়াদৌলত ইউনিয়নের ৬, ৭, ৮নং ওয়ার্ডের কর্মী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।বিডি প্রতিদিন/হিমেল