বাগেরহাটের পূর্ব সুন্দরবন বিভাগের চাঁদপাই রেঞ্জের গহীন অরণ্যের খালে মাছ ধরতে গিয়ে বাঘের আক্রমণে নিহত হয়েছে শিপার হাওলাদার (২২) নামে এক জেলে। বাঘটি জেলে শিপারের পুরো দেহই খেয়ে ফেলেছে।
রবিবার সকাল ৮টার দিকে তল্লাশি করে সুন্দরবনের ধানসাগর স্টেশনের তুলাতলা এলাকার গহীন অরণ্য থেকে নিখোঁজের পাঁচদিন পর ওই জেলের শুধু মাথা ও রক্তাক্ত পরনের প্যান্ট উদ্ধার করা হয়েছে। গত বুধবার (২৭ সেপ্টেম্বর) সকালে কোন বৈধ অনুমতিপত্র (পাশ-পারমিট) ছাড়াই চোরাপথে সুন্দরবনে মাছ ধরতে গিয়ে নিখোঁজ হন জেলে শিপার।
বাঘের খাদ্য হওয়া নিহত জেলে শিপার হাওলাদার বাগেরহাটের শরণখোলা উপজেলার রাজাপুর গ্রামের জেলে ফারুক হাওলাদারের ছেলে।সুন্দরবনের চাঁপাই রেঞ্জের ধানসাগর স্টেশন কর্মকর্তা (এসও) মো. রবিউল ইসলাম জানান, ধানসাগর স্টেশনের তুলাতলা এলাকার গহীন অরণ্য থেকে নিখোঁজের পাঁচদিন পর রবিবার সকালে জেলে শিপার হাওলাদারের শুধু মাথা ও রক্তাক্ত পরনের প্যান্ট উদ্ধার করা হয়েছে। বাঘের আক্রমণে জেলে শিপারের মৃত্যু হয়েছে। জেলে শিপার অবৈধভাবে সুন্দরবনে মাছ ধরতে গিয়েছিল। এঘটনার পর সুন্দরবন সংলগ্ন লোকালয়ে সতর্কতা জারি করা হয়েছে। স্থানীয় লোকজন বা কোনো জেলে যাতে অবৈধভাবে সুন্দরবনে প্রবেশ না করে সেজন্য বন বিভাগ থেকে নজরদারি বৃদ্ধি করা হয়েছে।
বিডি-প্রতিদিন/সালাহ উদ্দীন