চট্টগ্রামের বোয়ালখালী উপজেলার আমুচিয়া ইউনিয়নে অসীম ঘোষ (৩৯) নামে এক আইনজীবির ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ।
শনিবার রাত ১১টার দিকে পূর্ব ধরলা এলাকায় তার বসতঘর থেকে লাশটি উদ্ধার করা হয়। অসীম প্রয়াত গৌরাঙ্গ ঘোষের পুত্র।
বোয়ালখালী থানার ওসি মো. আছহাব উদ্দিন বলেন, অসীমের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ব্যাপারে অপমৃত্যু মামলা দায়ের হয়েছে।
স্থানীয় ইউপি সদস্য পঙ্কজ চন্দ জানান, অসীম ঘোষ এক সময় শিক্ষকতা করতেন। পরবর্তীতে আইন পেশায় যুক্ত হন। তারা দুই ভাই ও এক বোন। বোনের বিয়ে হয়েছে। ছোট ভাই মানসিক রোগী। সম্প্রতি তার বিয়ের কথাবার্তা চলছিল। বাড়িতে তিনি একাই থাকতেন। শনিবার রাতে লাশের পচা দুর্গন্ধ ছড়িয়ে পড়লে প্রতিবেশীরা থানায় খবর দেন। পুলিশ গিয়ে লাশ উদ্ধার করে। ধারণা করা হচ্ছে তিনি ১/২ দিন আগে আত্মহত্যা করেছেন।
বিডি-প্রতিদিন/সালাহ উদ্দীন