গাজীপুরে অর্ধ কোটি টাকার মূল্যের ৫০০ গ্রাম হেরোইনসহ দুই মাদক কারবারিকে গ্রেফতার করেছে র্যাব-১।
র্যাব-১ গাজীপুরের পোড়াবাড়ি র্যাব ক্যাম্পের কোম্পানী কমান্ডার মেজর মো. ইয়াসির আরাফাত হোসেন জানান, রবিবার দিবাগত রাতে গোপন সংবাদের ভিত্তিতে গাজীপুর মেট্রোপলিটন পুলিশের (জিএমপি) সদর থানাধীন লক্ষীপুরা এলাকায় থেকে ৫০০ গ্রাম হেরোইন সহ গাজীপুরে মাদক কারবারী মো. ফারুক হোসেন ওরফে ল্যাংড়া ফারুক ও মো. গোলাম আরিফকে গ্রেফতার করা হয়। তাদের কাছ থেকে উদ্ধারকৃত হেরোইনের মূল্য ৫০ লক্ষ টাকা।
গ্রেপ্তারকৃত মো. ফারুক হোসেন ওরফে ল্যাংড়া ফারুক (৪৫) জিএমপি সদর থানাধীন লক্ষীপুরা এলাকার মৃত আজগর আলীর ছেলে এবং মো. গোলাম আরিফ (৩৮) চাপাইনবাবগঞ্জ জেলার শিবগঞ্জ থানার সুন্দরনগর গ্রামের মৃত আব্দুস সাত্তারের ছেলে।বিডি প্রতিদিন/এএম