৫ অক্টোবর, ২০২৩ ১৮:০৫

তিস্তায় ধরা পড়ল ৭২ কেজির বাঘাইর

লালমনিরহাট প্রতিনিধি:

তিস্তায় ধরা পড়ল ৭২ কেজির বাঘাইর

লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলার তিস্তা নদীতে ৭২ কেজি ওজনের একটি বাঘাইর মাছ আটক করেছে জেলে। পরে সেই মাছটি বিক্রি হল ৮০ হাজার টাকা। মাছটি দেখতে উৎসুক মানুষ ভিড় করেন।

বৃহস্পতিবার সকাল ১১টায় উপজেলা দক্ষিণ ডাউয়াবাড়ীর তিস্তা নদীতে মাছ ধরতে গেলে জেলে মহাসিনের জালে ৭২ কেজি ওজনের একটি বিশাল বাঘাইর মাছ আটক হয়।
খোঁজ নিয়ে জানা গেছে, হাতীবান্ধা উপজেলার ডাউয়াবাড়ী ইউনিয়নের দক্ষিণ ডাউয়াবাড়ী গ্রামে ইছাহাকের ছেলে মহাসিন সকলে তিস্তা নদীতে মাছ ধরতে গেলে বাঘাইর মাছটি তার জালে ধরা পরে। পরে বাজারে নিয়ে গেলে ৮০ হাজার টাকায় এলাকাবাসী মাছটি কিনে ভাগাভাগি করে নেয়। উজান থেকে নেমে আসা পাহাড়ের ঢল ও ঘোলা পানিতে তিস্তার বিভিন্ন জাতের মাছ সহজেই জেলেদের জালে ধরা পড়ছে।

জেলে মহাসিন বলেন, তিস্তায় পানি বাড়লে বৃহস্পতিবার সকালে আমি মাছ ধরতে যাই। এসময়ে আমার জালে বিশাল আকৃতির ৭২ কেজি ওজনের বাঘাইর মাছটি আটক হয়। পরে মাছটি বাজারে নিয়ে গেলে ৮০ হাজার টাকায় বিক্রি করি। স্থানীয় রিফাত হোসেন বলেন, ভোটমারি ভাটিয়ার বাজার এলাকায় মাছটি কেটে প্রতি কেজি ১১শত টাকা দরে বিক্রি হয়।

বিডি প্রতিদিন/এএম

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর