‘জন্ম ও মৃত্যু নিবন্ধন করি, নাগরিক অধিকার নিশ্চিত করি’- প্রতিপাদ্যকে সামনে রেখে রাজবাড়ীতে জাতীয় জন্ম ও মৃত্যু দিবস-২০২৩ উদযাপন করা হয়েছে।
শুক্রবার সকালে জেলা প্রশাসক কার্যালয়ের সামনে থেকে জেলা প্রশাসনের আয়োজনে র্যালি, আলোচনা সভা ও পুরস্কার বিতরণের মধ্য দিয়ে দিবসটি শেষ হয়।
র্যালিতে রাজবাড়ী জেলা প্রশাসক আবু কায়সার খানের নেতৃত্বে স্থানীয় সরকার শাখার উপ পরিচালক আসাদুজ্জামান রিপন, রাজবাড়ী সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান অ্যাড. ইমদাদুল হক বিশ্বাসসহ বিভিন্ন ইউনিয়নের চেয়ারম্যান, সচিবসহ সাধারণ মানুষ অংশগ্রহণ করেন।র্যালি শেষে রাজবাড়ী জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভা শেষে জন্ম ও মৃত্যু নিবন্ধনে শ্রেষ্ঠত্ব অর্জন করায় হাবাসপুর, উজানচর ও বসন্তপুর ইউনিয়ন চেয়ারম্যান ও সচিবদের হাতে পুরস্কার তুলে দেওয়া হয়।
বিডি-প্রতিদিন/সালাহ উদ্দীন