৮ অক্টোবর, ২০২৩ ১৫:১৯

আজকের শিক্ষার্থীরাই বঙ্গবন্ধুকন্যার স্মার্ট বাংলাদেশ বিনির্মাণের কারিগর: ইকবালুর রহিম

দিনাজপুর প্রতিনিধি

আজকের শিক্ষার্থীরাই বঙ্গবন্ধুকন্যার স্মার্ট বাংলাদেশ বিনির্মাণের কারিগর: ইকবালুর রহিম

জাতীয় সংসদের হুইপ ইকবালুর রহিম এমপি বলেছেন, আজকের শিক্ষার্থীরাই বঙ্গবন্ধুকন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার স্মার্ট বাংলাদেশ বিনির্মাণের কারিগর। যা ২০৪১ সালের মধ্যেই স্মার্ট বাংলাদেশের সুফল পাবে এদেশের মানুষ। শেখ হাসিনা এদেশের মানুষের কল্যাণ করতেই বারবার প্রধানমন্ত্রী নির্বাচিত হচ্ছেন। বাংলাদেশের উন্নয়ন এখন স্বপ্ন নয়, বাস্তবে রুপ নিয়েছে শেখ হাসিনার নেতৃত্বে। 

আজ ৮৫ লাখ টাকা ব্যয়ে দিনাজপুর শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের বাস্তবায়নে দিনাজপুর সারদেশ্বরী বালিকা উচ্চ বিদ্যালয়ের নব-নির্মিত ২য় ও ৩য় তলা একাডেমিক ভবনের উদ্বোধন, অভিভাবক সমাবেশ ও সাংস্কৃতিক অনুষ্ঠানের উদ্বোধনী অনুষ্ঠনে প্রধান অতিথির বক্তব্যে হুইপ ইকবালুর রহিম এসব কথা বলেন।

তিনি বলেন, অভিভাবকদের কষ্ট দূর করার জন্য বছরের পহেলা দিনেই শিক্ষার্থীদের হাতে বিনামূল্যে বই তুলে দেন বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা। যাতে করে শিক্ষার্থীরা ভালোভাবে পড়াশোনা করে দেশের সুনাম বয়ে আনে। 

সারদেশ্বরী বালিকা উচ্চ বিদ্যালয়ের গভর্নিং বডির সভাপতি বীরমুক্তিযোদ্ধা আলহাজ্ব মোঃ ফরিদুল ইসলামের সভাপতিত্বে বক্তব্য রাখেন দিনাজপুর সদর উপজেলা নির্বাহী অফিসার মোঃ রমিজ আলম, দিনাজপুর শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী এস এম শাহীনুর ইসলাম, জেলা শিক্ষা অফিসার মোঃ রফিকুল ইসলাম, জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ফারুকুজ্জামান চৌধুরী মাইকেল, সদর উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোঃ মিরাজুল ইসলাম, বিদ্যালয়ের প্রধান শিক্ষক রতন কুমার রায়, সহকারি প্রকৌশলী আব্দুল আউয়াল, দিনাজপুর পৌর আওয়ামী লীগের সভাপতি এ্যাড. শামীম আলম সরকার বাবু, সাধারন সম্পাদক এনাম উল্ল্যাহ জ্যামী, সদর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোঃ মমিনুল ইসলাম, সাবেক সাধারণ সম্পাদক এসএম খালেকুজ্জামান রাজু প্রমুখ। 

অনুষ্ঠানে স্মৃতিসৌধে শহীদদের প্রতি শ্রদ্ধাঞ্জলি অর্পণ, বেলুন উড়িয়ে উদ্বোধন ও মনোজ্ঞ ডিসপ্লে অনুষ্ঠিত হয়। 

বিডি-প্রতিদিন/সালাহ উদ্দীন

সর্বশেষ খবর