১১ অক্টোবর, ২০২৩ ২২:৪৭

বগুড়ার সাংবাদিক ইকবাল মোর্শেদ রিপন আর নেই

নিজস্ব প্রতিবেদক, বগুড়া

বগুড়ার সাংবাদিক ইকবাল মোর্শেদ রিপন আর নেই

ইকবাল মোর্শেদ

এটিএন বাংলার স্টাফ রিপোর্টার, বগুড়া প্রেসক্লাবের সদস্য ইকবাল মোর্শেদ রিপন আর নেই। তিনি বুধবার সকাল সাড়ে আটটায় ঢাকার নিউরো সায়েন্স হসপিটালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেন। (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

গত ২৬ সেপ্টেম্বর বগুড়ার ধুনটে পেশাগত দায়িত্ব পালন করে কর্মস্থলে ফেরার পথে মোটরসাইকেল দুর্ঘটনায় গুরুতর আহত হন তিনি। প্রথমে তাকে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। পরে ঢাকার নিউরো সাইন্স হসপিটালে নেওয়া হয়। দুর্ঘটনায় তার মেরুদন্ডের হাড় ভেঙ্গে স্পারাইনাল কর্ড ছিড়ে যায়। গত রবিবার ঢাকায় তার অপারেশন করা হয়।

সেখানে শারীরিক অবস্থার অবনতি হলে বুধবার সকালে তিনি মারা যান। তিনি দুই স্ত্রী, এক ছেলে দুই মেয়ে রেখে গেছেন। তার মরদেহ প্রথমে বগুড়া প্রেসক্লাবে নিয়ে আসা হয়। সেখানে তার প্রথম নামাজে জানাজা অনুষ্ঠিত হয়। পরে দক্ষিণ বগুড়া গোরস্থান ও ভাই পাগলা মাজারে তার দ্বিতীয় জানাজা অনুষ্ঠিত শেষে দাফন করা হয়। সাংবাদিক ইকবাল মোর্শেদ রিপনের মৃত্যুতে বগুড়ার সাংবাদিক মহলে শোকের ছায়া নেমেছে।

বিডিপ্রতিদিন/কবিরুল

এই রকম আরও টপিক

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর