১৪ অক্টোবর, ২০২৩ ১৩:৩৭

ফরিদপুরে বিএনপির অনশন কর্মসূচি পালন

ফরিদপুর প্রতিনিধি

ফরিদপুরে বিএনপির অনশন কর্মসূচি পালন

বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মুক্তি ও সুচিকিৎসার দাবিতে ফরিদপুর জেলা ও মহানগর বিএনপির উদ্যোগে অনশন কর্মসূচি পালন করা হয়েছে। 

শনিবার বেলা সাড়ে ১১টার সময় শহরের কাটপর্ট্রিতে অবস্থিত দলীয় কার্যালয়ের সামনে অনশন কর্মসূচি শুরু করে দলীয় নেতাকর্মীরা। 

মহানগর বিএনপির সভাপতি এএফএম কাইয়ুম জঙ্গীর সভাপতিত্বে অনশন কর্মসূচিতে বক্তব্য রাখেন জেলা বিএনপির আহ্বায়ক এ্যাড. মোদারেরস আলী ইসা, সদস্য সচিব একেএম কিবরিয়া স্বপন, যুগ্ম আহ্বায়ক আফজাল হোসেন খান পলাশ, সৈয়দ জুলফিকার হোসেন জুয়েল, মহানগর বিএনপির সাধারণ সম্পাদক গোলাম মোস্তফা মিরাজ, যুবদলের সভাপতি মো. রাজিব হোসেন, জেলা কৃষক দলের সাধারণ সম্পাদক মো. মোরাদ হোসেন, শ্রমিক দলের সভাপতি মোজাফ্ফর হোসেন মুসা, মহিলা দলের নেত্রী নাজরিন রহমান, স্বেচ্ছাসেবক দল নেতা সবুজ, ছাত্রনেতা কায়েস প্রমূখ। 

অনশন কর্মসূচি পালনকালে জেলা বিএনপি ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা এ সময় উপস্থিত ছিলেন।

বিডি-প্রতিদিন/সালাহ উদ্দীন   

 

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর