জাতীয় সংসদের হুইপ কেন্দ্রীয় আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আবু সাঈদ আল মাহমুদ স্বপন এমপি বলেছেন, ‘আওয়ামী লীগের নেতা-কর্মীরা একবার জেগে ওঠলে তাদের আর দাবায়ে রাখা যায় না। সারা দেশে আওয়ামী লীগের নেতা-কর্মীরা জেগে উঠেছে। নৌকার আবার জোয়ার উঠেছে। মানুষ আবার নৌকার ঝাণ্ডা হাতে নিয়ে মাঠে নেমেছে। সারা দেশের উন্নয়ন মহাযাত্রায় সামিল হতে আগামী নির্বাচনে দেশের মানুষ নৌকাকে বিজয়ী করবে ইনশাআল্লাহ।
শনিবার দুপুরে জয়পুরহাটের আক্কেলপুর উপজেলার হরিপুর এলাকায় গোপীনাথপুর ইউনিয়ন আওয়ামী লীগ আয়োজিত বিশাল কর্মীসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
হুইপ স্বপন আমেরিকার রাষ্ট্রদূত পিটার হাসকে উদ্দেশ্য করে বলেন, গণতন্ত্র রক্ষার নামে এসি করা হলরুমে বসে হাসাহাসি ও গুতোগুতি করে অনেক বড় বড় গল্প বলা যায়। কিন্তু মুজিব সৈনিকদের দাবিয়ে রাখা যায় না। মুজিব সৈনিকেরা গ্রামের সাধারণ মানুষের দুয়ারে দুয়ারে ঘোরে। জয়পুরহাট-২ আসন তথা কালাই-ক্ষেতলাল-আক্কেলপুরে মুজিব সৈনিকেরা গ্রামে গ্রামে গিয়ে মানুষের কাছে ভোট ভিক্ষা চাচ্ছে।
কর্মী সভায় অন্যান্যের মধ্যে বক্তৃতা করেন আক্কেলপুর উপজেলা আওয়ামী লীগের সভাপতি অধ্যক্ষ মোকছেদ আলী, জেলা আওয়ামী লীগের সহসভাপতি জাহিদুল আলম বেনু, আক্কেলপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান আব্দুস সালাম আকন্দ, পৌর মেয়র শহীদুল আলম চৌধুরী প্রমুখ।
বিডি প্রতিদিন/হিমেল