১৪ অক্টোবর, ২০২৩ ২১:৩২

নওগাঁয় নৃত্য উৎসব

নওগাঁ প্রতিনিধি:

নওগাঁয় নৃত্য উৎসব

নওগাঁয় হয়ে গেল শাস্ত্রীয় ও আদিবাসী নৃত্য উৎসব। শুক্রবার রাতে উপজেলা পরিষদ অডিটোরিয়ামে স্থানীয় নৃত্য সংগঠন ‘ত্রিতাল’ এর আয়োজনে এই নৃত্য উৎসব অনুষ্ঠিত হয়। শাস্ত্রীয় ও আদিবাসী নৃত্য শিল্পদের নৃত্যের ছন্দে মুখরিত হয়ে উঠেছিল অডিটোরিয়াম। 

শাস্ত্রীয় ও আদিবাসী আঙ্গিকের নৃত্যে সজ্জিত এ আয়োজনে নওগাঁ, বগুড়া ও ঢাকার শিল্পীরা নৃত্য পরিবেশন করেন। এ সময় দর্শনার্থীরা বর্ণিল এই নৃত্য আনন্দ-উল্লাসে উপভোগ করেন। অনুষ্ঠানে নওগাঁর সাংস্কৃতিক সংগঠন 'ত্রিশূল' নৃত্য সংগঠনের পরিবেশনায় আদিবাসীদের ঐতিহ্যবাহী নৃত্য দর্শকদের আরও বেশি আনন্দ দেয়। অনুষ্ঠানের শুরুতে প্রধান অতিথির হিসেবে এই উৎসবের উদ্বোধন করেন খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার। 
এ সময় তিনি বলেন, সংস্কৃতির বিকাশ ঘটানো ছাড়া বাংলাদেশ থেকে মৌলবাদ ঠেকানো যাবে না। কারণ সংস্কৃতি কর্মকান্ড মানুষকে উদার করে তোলে। যারা সাংস্কৃতিক চর্চা করে না তাদের মধ্যে সংকীর্ণতা কাজ করে। সাংস্কৃতি চর্চা না থাকার কারণে যুব সম্প্রদায় মোবাইলের প্রতি আসক্ত হয়ে পড়েছে। যার ফলে যুব সম্প্রদায়ের ভবিষ্যৎ অন্ধকার হয়ে পড়েছে। এই অবস্থা থেকে উত্তরণের একমাত্র উপায় বেশি বেশি সংস্কৃতিক চর্চা করা। প্রধানমন্ত্রী সারাদেশে শিল্পকলা একাডেমির কার্যক্রম সম্প্রসারিত করেছেন উল্লেখ করে মন্ত্রী বলেন, প্রধানমন্ত্রীর দিক নির্দেশনায় সাংস্কৃতিক দলগুলোর সারাদেশে ঐক্যবদ্ধ ভাবে কাজ করবার সুযোগ সৃষ্টি হয়েছে।

অনুষ্ঠানে অধ্যক্ষ মাহবুব আলম ছানার সভাপতিত্বে আরও উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) ফৌজিয়া হাবিব খান, উপজেলা নির্বাহী অফিসার এস,এম রবীন শীষ, জেলা কালচারাল অফিসার তাইফুর রহমান, স্থানীয় সামাজিক সংগঠন একুশে পরিষদের সভাপতি এ্যাড. ডি,এম আব্দুল বারী, দেশবরেণ্য নৃত্য সংগঠক রাজশাহীর হাসিব পান্না, নওগাঁর সাংস্কৃতিক সংগঠন 'ত্রিশূল' এর প্রতিষ্ঠাতা তৃণা মজুমদার, কেয়া আরহাম ফাউন্ডেশনের চেয়ারম্যান লায়লা আরজুমান, মানবাধিকার নওগাঁ জেলার সাধারণ সম্পাদক রোটোরিয়ান চন্দন দেব। 

বিডি প্রতিদিন/এএম

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর