১৪ অক্টোবর, ২০২৩ ২১:৫৯

'আওয়ামী লীগের মাধ্যমেই উন্নয়ন হয়েছে'

ঠাকুরগাঁও প্রতিনিধি:

'আওয়ামী লীগের মাধ্যমেই উন্নয়ন হয়েছে'

ঠাকুরগাঁও জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক অধ্যক্ষ মাজহারুল ইসলাম সুজন বলেছেন, আমি বিশ্বাস করি বাংলাদেশের মানুষ শেখ হাসিনার পক্ষে আছে, উন্নয়নের সঙ্গে আছে। মানুষ শান্তি চায়, বিশৃঙ্খলা-অগ্নিসন্ত্রাস, গ্রেনেড হামলা, রাজাকার, আলবদর চায় না। তারা চায় স্বাধীনতার স্বপক্ষের লোক এবং শেখ হাসিনাকে, আওয়ামী লীগকে। কারণ আওয়ামী লীগের মাধ্যমেই উন্নয়ন হয়েছে দেশে।

শুক্রবার রাতে ঠাকুরগাঁও বালিয়াডাঙ্গী উপজেলার দুওসুহ ইউনিয়নের জিয়াবারী সরকারের উন্নয়নের বার্তা নিয়ে এক আলোচনা সভায় তিনি এ কথা বলেন।

তিনি বলেন, বিএনপি-জামায়াত দেশকে ধ্বংস করবে একমাত্র আওয়ামী লীগ দেশকে ধ্বংসের হাত থেকে বাঁচাতে পাড়বে। তাই আগামী নির্বাচনে আবারও নৌকায় ভোট দিতে জনগনের প্রতি আহবান করেন আওয়ামী লীগ নেতা সুজন।

আলোচনা শেষে তিনি ঠাকুরগাঁও-২ আসনের সংসস সদস্য আলহাজ্ব দবিরুল ইসলাম এমপির বিশেষ বরাদ্দ থেকে মসজিদ উন্নয়নের জন্য ৫০,০০০ হাজার টাকা অনুদান হস্তান্তর করেন। এসময় ইউনিয়ন আওয়ামী লীগের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।


বিডি প্রতিদিন/এএম

সর্বশেষ খবর