বান্দরবানে বাকপ্রতিবন্ধী নারীকে ধর্ষণের অভিযোগে আলতাজ উদ্দিন (৩৪) নামের এক ব্যক্তিকে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড এবং ১ লাখ টাকা জরিমানা ও অনাদায়ে আরো এক বছর কারাদণ্ড প্রদান করেছেন আদালত।
রবিবার ১৫ অক্টোবর সকালে বান্দরবান নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল আদালতের বিচারক বেগম জেবুন্নাহার আয়শা এ রায় ঘোষণা করেন।
আদালত সূত্র জানায়, ২০২১ সালের ৮ ডিসেম্বর লামা উপজেলার ফাঁসিয়াখালী ইউনিয়নের শামুকছড়ার মুখ এলাকায় এ ধর্ষণের ঘটনা ঘটে। দীর্ঘদিন ধরে ওই বাকপ্রতিবন্ধী নারীকে উক্ত্যক্ত করে আসছিলো আলতাজ। ঘটনার দিন বাড়িতে একা পেয়ে ওই নারীকে জোরপূর্বক ধর্ষণ করে আলতাজ উদ্দিন। পরে বিষয়টি জানাজানি হলে ভিকটিমের মা বাদী হয়ে লামা থানায় ধর্ষণ মামলা দায়ের করেন।বান্দরবান নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল আদালতের পাবলিক প্রসিকিউটর (পিপি) অ্যাডভোকেট বাসিং থোয়াই মারমা জানান, দীর্ঘ শুনানী শেষে আসামির উপস্থিতিতে বিজ্ঞ আদালত এ রায় প্রদান করেন। এ রায়ের পর আসামি আলতাজ উদ্দিনকে কারাগারে পাঠানো হয়েছে।
বিডি-প্রতিদিন/সালাহ উদ্দীন