১৫ অক্টোবর, ২০২৩ ১৮:৩৩

সখীপুরে মৌমাছির কামড়ে কৃষক আহত

সখীপুর (টাঙ্গাইল) প্রতিনিধি:

সখীপুরে মৌমাছির কামড়ে কৃষক আহত

টাঙ্গাইলের সখীপুরে মৌমাছির কামড় থেকে গরু বাঁচাতে গিয়ে চারটি গরুসহ এক কৃষক আহত হয়েছেন। রবিবার দুপুরে পৌর এলাকার ময়থাচালা এলাকায় এ ঘটনা ঘটেছে। স্থানীয় পশু চিকিৎসকের পরামর্শে আহত চারটি গরু চিকিৎসা দেওয়া হচ্ছে এবং কৃষক মো. শাহাজাহান বাড়িতেই চিকিৎসা নিচ্ছেন।

পারিবারিক সূত্রে জান যায়, প্রতিদিনের মতো বাড়ির পাশে অনাবাদি জমিতে খুঁটির সাথে চারটি গরু বেঁধে রাখা হয়। দুপুরে দিকে গরুগুলো বাড়িতে নিতে গেলে আকস্মিক ভাবে মৌমাছির ঝাক উড়ে এসে গরুর উপর আক্রমণ করে। গরু বাাঁচেত গিয়ে কৃষকও আহত হয়। চিৎকার শুনে প্রতিবেশিরা এগিয়ে এসে গরুসহ ওই কৃষককে উদ্ধার করে।

মো. শাহাজাহান মিয়া বলেন, মৌমাছির কামড়ে চারটি গরুই গুরুতর আহত, গরুর শরীর ফুলে গেছে। আমাকেও ৭-৮ জায়গায় কামড় দিছে। এখন ডাক্তারের পরামর্শ মতো চিকিৎসা চলছে।       

বিডি প্রতিদিন/এএম

 

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর