১৭ অক্টোবর, ২০২৩ ১২:৪৯

মেঝেতে মা ও দুই ছেলের রক্তাক্ত লাশ, খাটে কাঁদছিল ৭ মাসের ওজিহা

বাঞ্ছারামপুর (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি

মেঝেতে মা ও দুই ছেলের রক্তাক্ত লাশ, খাটে কাঁদছিল ৭ মাসের ওজিহা

প্রতীকী ছবি

ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুরে মাসহ দুই শিশুকে হত্যার ঘটনা ঘটেছে। মঙ্গলবার সকাল ৯টার দিকে খবর পেয়ে ঘর থেকে তাদের লাশ উদ্ধার করে পুলিশ।

নিহতরা হলেন-সৌদি আরব প্রবাসী শাহ আলমের স্ত্রী জেকিয়া আক্তার, বড় ছেলে মাহিন (১৫) ও ছোট ছেলে মাহির (৮)। শাহ আলম উপজেলার আইয়ূবপুর ইউনিয়নের ছয়ানী দক্ষিণ পাড়ায় বসবাস করতো।

জানা গেছে, সকাল ৯টায় কাজের মহিলা কাজ করতে গিয়ে কলিং বেল চাপলে ভেতর থেকে কোনো সাড়া শব্দ পাননি। পরে একটু দূরে শাশুড়ির বাড়ি থেকে চাবি এনে দরজা খুলে মেঝেতে লাশ পড়ে থাকতে এবং ৭ মাসের ওজিহা নামের শিশুকে খাটের উপর কান্না করতে দেখেন। তার চিৎকারে প্রতিবেশীরা জড়ো হন।

ব্রাহ্মণবাড়িয়ার অতিরিক্ত পুলিশ সুপার (নবীনগর সার্কেল) মো. সিরাজুল ইসলাম বাংলাদেশ প্রতিদিনকে বলেন, ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে আমরা দ্রুত উপস্থিত হই। আমাদের একাধিক টিম ইতিমধ্যেই কার্যক্রম এবং তদন্ত কাজ অব্যাহত রেখেছে। অতিদ্রুত ঘটনার সাথে সংশ্লিষ্টদের আইনের আওতায় আনা হবে।

বিডি প্রতিদিন/আজাদ/এমআই

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর