মুন্সিগঞ্জের মুক্তারপুর-সিপাহীপাড়া সড়কে বেইলি সেতু ভেঙে একটি মালবাহী ট্রাক খালে পড়ে চালক ও সহকারী আহত হয়েছেন।
সোমবার দিবাগত রাত তিনটার দিকে সদর উপজেলার বনিক্যপাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে। আহতদের স্থানীয়ভাবে চিকিৎসা দেওয়া হয়েছে।
স্থানীয়রা জানান, গত কয়েক বছর ধরেই বেশ নড়বড়ে ছিল বনিক্যপাড়া এলাকার বেইলি সেতুটি। বর্তমানে পাশেই আরেকটি কংক্রিটের কালভার্ট নির্মাণ করা হচ্ছে। সোমবার দিবাগত রাত তিনটার দিকে নির্মাণাধীন কালভার্টের জন্য নির্মাণ সামগ্রী নিয়ে মুক্তারপুর থেকে একটি ট্রাক আনা হয়। মালবাহী ট্রাকটি সেতু পার হওয়ার সময় হঠাৎ বিকট শব্দে ভেঙে পড়ে সেটি। এসময় ট্রাকটি নিচের খালে পড়ে গেলে চালক এবং তার সহকারী আহত হন। দুর্ঘটনার সময় অন্য কোনো যানবাহন সেতুতে ছিল না।এদিকে ভেঙে পড়া সেতুর পাশে আরেক বিকল্প বেইলি সেতু থাকায় যান চলাচল স্বাভাবিক রয়েছে।
এ বিষয়ে মুন্সিগঞ্জ সড়ক ও জনপদের (সওজ) নির্বাহী প্রকৌশলী মোহাম্মদ নাহীন রেজা জানান, ওই ব্রিজের নির্মাণকাজে নিয়োজিত ঠিকাদারি প্রতিষ্ঠানের মালামাল নিয়ে একটি ট্রাক যাওয়ার সময় বেইলি ব্রিজটি ভেঙে পড়ে। তবে পাশেই বিকল্প আরেকটি বেইলি ব্রিজ সচল রয়েছে। সেটি দিয়ে যানবাহন চলাচল করছে। এছাড়া নির্মাণাধীন ২২ মিটারের কংক্রিটের কালভার্টি ৯ মিটার তৈরি হয়েছে। সে অংশ যানচলাচলের জন্য উন্মুক্ত করে দেওয়া হয়েছে। বর্তমানে সড়কটিতে কোনো যানজট নেই।
বিডি প্রতিদিন/আজাদ