ঝিনাইদহের শৈলকূপার আবাইপুর ইউনিয়নের মীনগ্রামের ইউপি সদস্য খুন পরবর্তী বাড়ি-ঘর ভাঙচুর এবং লুটপাটের ঘটনায় মামলা নিয়ে আতংকে রয়েছে গ্রামবাসী। সোমবার সকালে নিহতের সমর্থকরা প্রতিপক্ষ গ্রুপের ১৭ টি বাড়ি-ঘর ভাঙচুর ও লুটপাট চালায় বলে অভিযোগ রয়েছে।
এদিকে ইউপি সদস্য হাবিবুর রহমান রিপন হত্যার ঘটনায় ২৪ ঘণ্টা পার হলেও মঙ্গলবার বিকাল পর্যন্ত কোনো মামলা হয়নি। এ ঘটনায় ১১নং আবাইপুর ইউনিয়নের মিনগ্রামসহ আশপাশ এলাকায় আতংক বিরাজ করছে। গত রবিবার রাত তিনটার দিকে থানা থেকে বাড়ি ফেরার পথে আবাইপুর ওয়াবদার পাশে প্রতিপক্ষরা কুপিয়ে গুরুতর আহত করে রিপনকে। সোমবার ভোরে ঝিনাইদহ সদর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।
হত্যার প্রতিবাদে শৈলকুপা শহরে মঙ্গলবার বিকালে হত্যাকারীদের সর্বোচ্চ শাস্তির দাবিতে বিক্ষোভ সমাবেশ করেছে উপজেলা আওয়ামী লীগ।এ ব্যাপারে শৈলকুপা থানার ওসি ঠাকুর দাস মন্ডল জানান, এ ঘটনায় মঙ্গলবার সন্ধ্যা পর্যন্ত কোনো মামলা হয়নি এবং কোনো আটক নেই। ঘর-বাড়ি ভাঙচুর ও লুটপাটেরও কোনো ঘটনা ঘটেনি। হত্যা মামলায় গণআসামী করার বিষয়ে তিনি বলেন, মামলা গ্রহণ করার ক্ষেত্রে পুলিশ সতর্ক থাকবে যেন কোনো নিরাপরাধ মানুষ আসামি হয়ে হয়রানির শিকার না হন। তিনি জানান, এলাকার পরিস্থিতি শান্ত রাখতে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।
বিডি প্রতিদিন/হিমেল