মার্কিন উপ-সহকারী সচিব এবং দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক ব্যুরোর (এসসিএ) মিসেস আফরিন আক্তারের নেতৃত্বে একটি প্রতিনিধি দল রোহিঙ্গা ক্যাম্প ঘুরে গেছেন। মঙ্গলবার সকাল সোয়া ১০টার সময় থেকে ৫ সদস্যদের প্রতিনিধি দল উখিয়া কুতুপালং ৪ নম্বর রোহিঙ্গা ক্যাম্প, ২/ওয়েস্ট, কুতুপালং রেজিস্টার্ড ক্যাম্প এবং ৮/ওয়েস্ট পরিদর্শন করেন।
প্রতিনিধি টিমের অন্য চার সদস্য হলেন-ঢাকাস্থ মার্কিন দূতাবাসের রাজনৈতিক ইউনিট প্রধান শ্যারিন ফিটজেরাল্ড, পিআরএম ডেপুটি আঞ্চলিক উদ্বাস্তু সমন্বয়কারী টমাস ব্রাউনস, ইউএসএআইডি আঞ্চলিক মানবিক উপদেষ্টা অ্যান্ড্রু শেফার ও ঢাকাস্থ মার্কিন দূতাবাস শরণার্থী সহকারী ইসতিয়াক আহমেদ।
১৪ এপিবিএন অধিনায়ক অতিরিক্ত ডিআইজি মো. ইকবাল জানান, মার্কিন প্রতিনিধি দলটি রোহিঙ্গা ক্যাম্প-৪ এর ব্লক এ/১ -এ অবস্থিত ইউএনএইচসিআর পরিচালিত রোহিঙ্গাদের ডাটা রেজিস্ট্রেশন সেন্টার, ক্যাম্প-০২/ওয়েস্ট’র ব্লক সি/১০-এ অবস্থিত ইউএনএফপিএ পরিচালিত ওমেন লিড কমিউনিটি সেন্টার, কুতুপালং রেজিস্টার্ড ক্যাম্পের ব্লক ডি-তে অবস্থিত স্কিল ডেভেলপমেন্ট ট্রেনিং সেন্টার এবং ক্যাম্প-৮/ ওয়েস্টে এ অবস্থিত ওয়াচ টাওয়ার পরিদর্শন করেন।প্রতিনিধি দল পরিদর্শন শেষে সোয়া ২টার সময় রোহিঙ্গা ক্যাম্প ত্যাগ করেন।
বিডি প্রতিদিন/এমআই