১৮ অক্টোবর, ২০২৩ ১২:৪৫

হবিগঞ্জে শেখ রাসেলের জন্মবার্ষিকী পালিত

হবিগঞ্জ প্রতিনিধি

হবিগঞ্জে শেখ রাসেলের জন্মবার্ষিকী পালিত

হবিগঞ্জে শেখ রাসেলের জন্মবার্ষিকী পালিত

হবিগঞ্জে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কনিষ্টপুত্র শেখ রাসেলের ৬০তম জন্মবার্ষিকী ও শেখ রাসেল দিবস নানা কর্মসূচির মধ্য দিয়ে পালিত হয়েছে। বুধবার সকালে হবিগঞ্জ জেলা প্রশাসনের নিমতলায় শেখ রাসেলের অস্থায়ী প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধাঞ্জলি নিবেদনের মধ্য দিয়ে দিবসের সূচনা করা হয়।

প্রথমে ফুল দিয়ে শ্রদ্ধা জানান সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট মো. আবু জাহির। পরে জেলা প্রশাসক দেবী চন্দ, পুলিশ সুপার, পৌর মেয়র, জেলা পরিষদ, জেলা আওয়ামী লীগসহ বিভিন্ন সংগঠন ও দপ্তর শেখ রাসেলের প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন করেন।

এসময় জাতির পিতা, শেখ রাসেলসহ সকল শহীদের আত্মার মাগফেরাত কামনা করে মোনাজাত করা হয়। পরে বিভিন্ন শ্রেণি-পেশার লোক এবং শিক্ষার্থীদের নিয়ে এক শোভাযাত্রা বের করা হয়। শোভাযাত্রা শেষে জেলা শিল্পকলা একাডেমী হল রুমে এক আলোচনা সভা, শেখ রাসেলের উপর বিভিন্ন প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়।

বিডি প্রতিদিন/এমআই

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর