গাইবান্ধার গোবিন্দগঞ্জে ইজিবাইক নিয়ে যাওয়ার সময় চোর চক্রের ২ সদস্য গ্রেফতার করেছে পুলিশ। বুধবার দুপুরে তাদের গোবিন্দগঞ্জ চৌকি আদালতে প্রেরণ করা হয়েছে।
এর আগে মঙ্গলবার (১৭ অক্টোবর) রাতে ঢাকা-রংপুর মহাসড়কের বকচর এলাকা থেকে তাদের আটক করা হয়। গ্রেফতারকৃতরা হলেন- রংপুর জেলার পীরগঞ্জ থানার চন্ডিপুর গ্রামের মৃত মজিবর রহমানের ছেলে সুজন মিয়া (৪০) ও একই থানার চতরা ইউনিয়নের রাঙ্গামাটি গ্রামের গোলাম মোস্তফার ছেলে নাজমুল ইসলাম (২২)।
পুলিশ জানায়, থানার পরিদর্শক (তদন্ত) বুলবুল ইসলাম এর নেতৃত্বে এসআই প্রলয় কুমার বর্মা ও এএসআই হাবিবুর রহমান অভিযান পরিচালনা করে ঢাকা-রংপুর মহাসড়কের কামারদহ ইউনিয়নের বকচর এলাকায় চেকপোস্ট স্থাপন করে যানবাহন চেকিং করার সময় একটি চার্জার অটোরিক্সাকে থামানোর জন্য সিগন্যাল দেয়া হলে দ্রুত বেগে পালানোর চেষ্টা করে। পুলিশ ধাওয়া করে চার্জার অটোরিক্সাটিকে ২ আরোহী সহ আটক করে। তাদেরকে অটোটির মালিক সম্পর্কে জিজ্ঞেস করলে তাদের কথায় সন্দেহ দেখা দেয়। জিজ্ঞাসাবাদের এক পর্যায তারা স্বীকার করে অটো ইজিবাইকটি পীরগঞ্জ থেকে চুরি করে বিক্রির উদ্যেশ্যে বগুড়া নিয়ে যাচ্ছিল। পরে তাদেরকে চোরাই অটোসহ গ্রেফতার করে থানায় আনা হয়।গোবিন্দগঞ্জ থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) বুলবুল ইসলাম ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, ইতোমধ্যে এ সংক্রান্ত একটি মামলা রেকর্ড করা হয়েছে এবং গ্রেফতারকৃত আসামিদের দুপুরে আদালতে প্রেরণ করা হয়েছে।
বিডি প্রতিদিন/এএম