১৮ অক্টোবর, ২০২৩ ১৭:১৫

গাজীপুর জেলা পুলিশের উদ্যোগে শেখ রাসেল দিবস পালন

গাজীপুর প্রতিনিধি

গাজীপুর জেলা পুলিশের উদ্যোগে শেখ রাসেল দিবস পালন

‘শেখ রাসেল দীপ্তিময় নির্ভীক নির্মল দুর্জয়’ এই প্রতিপাদ্যকে সামনে নিয়ে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কনিষ্ঠ পুত্র শেখ রাসেলের জন্মবার্ষিকী ও শেখ রাসেল দিবস উপলক্ষে অসহায় ও দুস্থদের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ, কবিতা আবৃত্তি, উপস্থিত বক্তৃতা প্রতিযোগিতা ও পুরষ্কার করা হয়েছে। বুধবার দুপুরে গাজীপুর পুলিশ লাইন্স প্রাঙ্গণে পুলিশ নারী কল্যাণ সমিতি (পুনাক) ও গাজীপুর জেলা পুলিশের আয়োজিত অনুষ্ঠানে অসহায় ও দুস্থদের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করেন গাজীপুরের পুলিশ সুপার কাজী শফিকুল আলম ও পুলিশ নারী কল্যাণ সমিতি (পুনাক) গাজীপুর জেলার সভানেত্রী জিনিয়া ফারজানা। 

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন পুলিশ নারী কল্যাণ সমিতি (পুনাক) গাজীপুর জেলার সভানেত্রী জিনিয়া ফারজানা। এ সময় আরো উপস্থিত ছিলেন গাজীপুরের অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ ছানোয়ার হোসেন, গাজীপুরের অতিরিক্ত পুলিশ সুপার মো: নাজমুস সাকিব খান প্রমুখ। পরে অতিথিরা শেখ রাসেলের প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন।

এরপর দিবসটি পালন উপলক্ষে একই স্থানে ছাত্র-ছাত্রীদের অংশগ্রহণে কবিতা আবৃত্তি, উপস্থিত বক্তৃতা প্রতিযোগিতা ও পুরষ্কার বিতরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে গাজীপুর জেলা পুলিশ ও পুনাক কর্মকর্তারা উপস্থিত ছিলেন। 

বিডি প্রতিদিন/এএ

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর