১৯ অক্টোবর, ২০২৩ ১২:৩৫

চুয়াডাঙ্গায় কৃষকদের মাঝে সার-বীজ বিতরণ

চুয়াডাঙ্গা প্রতিনিধি

চুয়াডাঙ্গায় কৃষকদের মাঝে সার-বীজ বিতরণ

চুয়াডাঙ্গায় ২০২৩-২৪ অর্থবছরে রবি প্রণোদনা হিসেবে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ করা হয়েছে। বৃহস্পতিবার বেলা ১১টায় চুয়াডাঙ্গা সদর উপজেলা পরিষদ চত্বরে এ কর্মসূচি পালন করা হয়।

চুয়াডাঙ্গা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক বিভাস চন্দ্র সাহার সভাপতিত্বে বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা শামীম ভুইয়া। সদর উপজেলা কৃষি কর্মকর্তা আফরিন বিনতে আজিজের সঞ্চালনায় অনুষ্ঠান অতিথি ছিলেন সদর উপজেলা ভাইস চেয়ারম্যান মাসুদুর রহমান ও সাহাজাদী মিলি।

অনুষ্ঠানে আড়াই হাজার কৃষককে ৪৭ লাখ ৩৫ হাজার টাকার প্রণোদন দেয়া হয়। ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে ভুট্টা, সরিষা, গম, পেঁয়াজ বীজ ও ডিএপি, এমওপি সার এবং নগদ অর্থ বিতরণ করা হয়।


বিডি প্রতিদিন/নাজমুল

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর