আজ শুক্রবার বিকেল চারটার দিকে নাটোরের লালপুরে পুকুরের পানিতে ডুবে মাহিম (২) নামের এক শিশুর মৃত্যু হয়েছে। উপজেলার গন্ডবিল উত্তরপাড়া গ্রামে এই ঘটনা ঘটে বলে জানা গেছে। শিশুটি একই গ্রামের মিলন হোসেনের ছেলে।
জানা যায়, শিশু মাহিম তার মায়ের হাতে দুপুরের খাওয়ার পরে হাটতে হাটতে বাড়ির বাহিরে যায়। কিছুক্ষণের মধ্যেই পরিবারের সদস্যরা শিশুটিকে খোঁজাখোঁজি করে পাশের পুকুরের পানিতে তাকে ভাসমান অবস্থায় দেখতে পান। এ সময় ওই শিশুর দাদা পুকুর থেকে তাকে মৃত অবস্থায় উদ্ধার করেন।
বিডি প্রতিদিন/এএ