বরগুনার আমতলী উপজেলায় বুড়ীশ্বর নদীতে জেলের বড়শিতে ১৭ কেজি ওজনের একটি পাঙাশ ধরা পড়েছে। শুক্রবার রাতে আমতলী পৌরসভার প্রধান বাজারে মাছটি বিক্রি হয়েছে ২২ হাজার টাকায়।
জানা গেছে, আড়পাঙ্গাশিয়া ইউনিয়নের বালিয়াতলী গ্রামের সেরাজুল নামে এক জেলে শুক্রবার বিকেলে বুড়ীশ্বর নদীতে বড়শি ফেলে মাছের জন্য অপেক্ষা করতে থাকেন। শুক্রবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে বড়শিতে মাছ আটকে গেলে তুলতে গিয়ে দেখেন বিশাল আকারের এক পাঙাশ। মাছটি তুলে বিক্রির জন্য ওই রাতেই আমতলী মাছ বাজারের ভাই ভাই মৎস্য আড়তে নিয়ে আসেন। সেখানে এনে ওজন করে দেখেন মাছটি ১৭ কেজি। আড়তদার ফোরকান শুক্রবার রাতেই মাছটি ভাগ দিয়ে ২২ হাজার টাকায় বিক্রি করেন।
জেলে সেরাজুল জানান, এ বছর নদীতে মাছের আকালের মধ্যে বড়শিতে এত বড় পাঙাশ পেয়ে অনেক খুশি হয়েছি। আল্লাহর কাছে লাখো শুকরিয়া।
পাইকারি মাছের আড়তদার মো. ফোরকান চৌকিদার জানান, এবছর এত বড় সাইজের পাঙাশ বাজারে আসেনি। মাছটি এক নজর দেখার জন্য অনেকেই ভিড় জমান।
আমতলী উপজেলার সিনিয়র মৎস্য কর্মকর্তা হালিমা সর্দার জানান, জেলেরা বিভিন্ন সময় অবরোধ সঠিকভাবে পালন করায় নদী সাগরে অনেক বড় সাইজের মাছ পাওয়া যাচ্ছে। এটা জেলেদের জন্য অনেক সুখবর।
বিডি প্রতিদিন/এমআই