পটুয়াখালীর কলাপাড়ায় সাইদুল সরদার হত্যাকারীদের বিচারের দাবিতে মানববন্ধন করেছে এলাকাবাসী। শনিবার বেলা ১১টার দিকে স্থানীয় প্রেসক্লাবের সামনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। প্রায় ঘণ্টাব্যাপী কর্মসূচিতে সাইদুলের স্বজনসহ উপজেলার টিয়াখালী ইউনিয়নের শতাধিক নারী-পুরুষ অংশগ্রহণ করেন।
এসময় বক্তব্য রাখেন গাজী আব্বাস উদ্দিন বাচ্চুসহ সাইদুলের পরিবারের সদস্যরা। মানববন্ধনে বক্তব্য রাখতে গিয়ে ভাইয়ের শোকে জ্ঞান হারান বড় বোন তাজিনুর ও মেঝ বোন কহিনুর। প্রেসক্লাবের সামনে সৃষ্টি হয় আবেগঘন পরিবেশ। বক্তারা সাইদুল হত্যাকারীদের খুঁজে বের করে আইনের আওতায় নিয়ে আসার দাবি জানান।
উল্লেখ্য, গত ৯ সেপ্টেম্বর রাতে ৩ সন্তানের জনক সাইদুলকে দুর্বৃত্তরা মধ্য টিয়াখালী গ্রামের নিজ বাড়িতে প্রবেশ করে হাত-পা বেঁধে কুপিয়ে হত্যা করে। এ ঘটনায় ওই দিনই সাইদুলের দ্বিতীয় স্ত্রী খাদিজা বেগমকে গ্রেফতার করে পুলিশ।
বিডি প্রতিদিন/এমআই