দিনাজপুরের চিরিরবন্দরে পুকুরের পানিতে ডুবে রাইয়ান ইসলাম রসিম নামে এক শিশুর মৃত্যু হয়েছে। এ দুর্ঘনাটি শনিবার চিরিরবন্দরের ইসবপুর ইউনিয়নের হরিহরপুর গ্রামে ঘটেছে।
নিহত রাইয়ান ইসলাম রসিম (৫) চিরিরবন্দরের উপজেলার ইসবপুর ইউনিয়নের হরিহরপুর গ্রামের কৃষ্ণনগর এলাকার খাদেমুল ইসলামের ছেলে।
পুলিশ ও স্থানীয়রা জানায়, শিশু রাইয়ান ইসলাম রসিম গত দুইবছর হতে তার নানার বাড়িতে থাকে। সকালে তার মামার সাথে পুকুরে মাছ ধরতে যায় এবং মাছ ধরা শেষে বাড়িতে ফিরে আসে। পরবর্তীতে সকলের অগোচরে পুনরায় সে পুকুরের ধারে গেলে হয়ত পা পিছলে পুকুরে পড়ে ডুবে যায়। কিছু সময় পর বাড়ির সকলেই খোঁজাখুজি শুরু করলে পুকুরের কিনারায় তার মরদেহ ভাসতে দেখতে পায় এবং সেখান থেকে উদ্ধার করে দ্রুত চিরিরবন্দর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
চিরিরবন্দর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. বজলুর রশীদ ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, কোন আপত্তি না থাকায় আবেদনের প্রেক্ষিতে মরদেহ পরিবারের নিকট হস্তান্তর করা হয়েছে।
বিডি প্রতিদিন/এএম